বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

পানির ট্যাংকি পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১১:১১ এএম

শেয়ার করুন:

birn
চারজন দগ্ধ হয়েছেন। (প্রতীকী ছবি)

রাজধানীর হাজারীবাগে ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কারের সময় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।


বিজ্ঞাপন


দগ্ধ চারজন হলেন- বাসার মালিক জিয়াউর রহমান (৪৫), তার দুই মেয়ে ফারিয়া (৮) ও রাইফা (৪) এবং বেলাল হোসেন (২৮) নামে এক শ্রমিক।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৩ শতাংশ, তার মেয়ে ফারিয়ার ৭ শতাংশ ও আরেক মেয়ে রাইফার ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর