শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

মুরাদনগরে ধর্ষণ: যাদের দায়ী করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৭:০১ এএম

শেয়ার করুন:

Asif
আসিফ মাহমুদ। ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শনিবার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে ব্যাক্তিগত ফেসবুকে পেইজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।    


বিজ্ঞাপন


আসিফ লিখেছেন, ‘মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশে ছেড়ে দিয়েছেন, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী।’ 

তিনি লিখেছেন, ‘এর আগেও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী। আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণঅভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে।’ 

সবশেষে আসিফ আরও লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছে। তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।’

এর আগে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান জানান, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।


বিজ্ঞাপন


22

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন আনুমানিক রাত ৮টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী ফজর (৩৬) একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। 

পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুক্তভোগীর লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় মামলা হয়। এই ঘটনায় মুরাদনগর থানা পুলিশ কর্তৃক অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত। 

ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক রাত ৮টার দিকে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ধর্ষণের শিকার হন এক নারী। শুক্রবার (২৭ জুন) দুপুরে মামলা করেন ভুক্তভোগী।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর