ই-অরেঞ্জ বিডির সিওও আমান উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর এলাকার এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আমান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা।
তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমান উল্লাহকে বিমানবন্দর এলাকা থেকে বিকালে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।’
তবে এই হত্যা মামলাটি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হয়েছিল কি না, তা জানা যায়নি।
জানা গেছে, আমান উল্লাহকে গ্রেফতারের পর বিকেল থেকে নানা পক্ষ তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গ্রাহকরা অনড় থাকায় পুলিশ তাকে ছাড়েনি।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে আমান আল্লাহকে প্রতারণার মামলায় ২০২১ সালে ১৮ আগস্ট গুলশান থানা পুলিশ গ্রেফতার করেছিল। তখন ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
সে সময় সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানের বিরুদ্ধে ই কমার্সের নামে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হলে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠান। সেই মামলারও আসামি আমান উল্লাহ।
গুলশানা থানার মামলাটি করেছিলেন ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ মো. তাহেরুল ইসলাম নামে এক গ্রাহক। মামলাটির এজাহারে মাসুকুর রহমান, আমানউল্লাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ, সোনিয়া মেহজাবিনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
এমআইকে/এএইচ