শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

হাসিনা পালানোর ব্রেকিং দিয়ে আন্তর্জাতিক পুরস্কার পেলেন প্রেস সচিব

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০১:১১ এএম

শেয়ার করুন:

হাসিনা পালানের ব্রেকিং দিয়ে আন্তর্জাতিক পুরস্কার পেলেন প্রেস সচিব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর দিয়ে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সাংবাদিক শফিকুল আলম। তিনি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ঢাকা ব্যুরো প্রধান।

গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে নিজের ফেসবুকে এই তথ্য জানান শফিকুল আলম। তিনি লিখেন, এটা আমার জন্য বড় খবর।


বিজ্ঞাপন


তিনি বলেন, বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য আমি ‘অনারেবল মেনশন’ পেয়েছি।

পোস্টে তিনি পুরস্কারের একটি ছবিও যুক্ত করেন। ছবিতে দেখা যায়, তিনি পেয়েছেন দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া (SOPA) অ্যাওয়ার্ড ২০২৫।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যান। সে সময়ই শফিকুল আলম এএফপির হয়ে খবরটি প্রথম প্রকাশ করেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর