বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

ভারতের সঙ্গে সম্পর্ক এখন কোন পর্যায়ে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

Touhid
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিফ্রিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টালমাটাল অবস্থা। ১০ মাস পেরিয়ে দুই দেশের সেই সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে, তা জানালেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, সেটির বদলে এখন সম্পর্ক ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে রয়েছে। প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ‘শীতল’ নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।  


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি। 

তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক শীতল আমি বলতে চাই না। আমি বলছি যে, এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবে দেখি। এ ব্যাপারে আমাদের স্বদিচ্ছার কোনো অভাব নেই। এটুকু বলে আমি এখানে থামব।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সত্যটাকে বরং স্বীকার করি যে, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেমন সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্কটা ঠিক ওই রকম নাই। কাজেই এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট বলছি।’

রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা যোগাযোগ– কোন ধরনের সম্পর্ক পুনর্বিন্যাসের পর্যায়ে রয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সম্পর্ক তো সবকিছু মিলিয়েই।’


বিজ্ঞাপন


অন্যদিকে মিয়ানমারের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একমাত্র রোহিঙ্গা সমস্যা ছাড়া মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই। রোহিঙ্গা ইস্যুর একমাত্র সমাধান হচ্ছে, তারা দেশে ফিরে যাবে, নিরাপদে থাকবে, স্বাভাবিক জীবন কাটাবে, সেখানে কেউ বাধা দেবে না, অত্যাচার অবিচার করবে না। এটুকু বিশ্ব সম্প্রদায় মোটাদাগে স্বীকার করে।’

তবে সরকার এসব বাস্তবায়ন করতে পারছে না বলে স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নানা চেষ্টা-তদবির চলছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে পারবে বলে আশাপ্রকাশ করেন তৌহিদ হোসেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর