রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২৯তম বিসিএসে দুর্নীতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

ACC
দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৩ মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ঘটনায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিয়োগপ্রাপ্ত ২১ জন প্রার্থীকে ঘিরে প্রশ্ন উঠেছে। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন পাঁচজন, আনসার ক্যাডারে একজন, শুল্ক ও আবগারী ক্যাডারে চারজন, ইকোনোমিক ক্যাডারে দুজন, পরিবার পরিকল্পনা ক্যাডারে দুজন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে দুজন, কর ক্যাডারে তিনজন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে রয়েছেন একজন।


বিজ্ঞাপন


দুদক সূত্র আরও জানিয়েছে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কয়েকজন প্রাথমিকভাবে নন-ক্যাডার তালিকায় ছিলেন। পরবর্তীতে গোপনীয়ভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়া না মেনে তারা ক্যাডার পদে নিযুক্ত হন। নিয়োগপ্রক্রিয়া নিয়ে পিএসসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 

দুদক ইতোমধ্যে বিষয়টি নজরে এনেছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছে। তদন্তে অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

এমআই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর