রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘জুলাই সনদ’ নিয়ে ওয়াদা ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার, বিক্ষোভের ডাক

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

‘জুলাই সনদ’ নিয়ে ওয়াদা ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার, বিক্ষোভের ডাক

রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার ‘জুলাই সনদ’ প্রকাশের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলে শাহবাগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জুলাই ঐক্য। বুধবার (২৫ জুন) ৩০ কর্মদিবস পূর্ণ হলেও বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত না হওয়ায় এ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টায় রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

গত ১০ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং দুই ছাত্র উপদেষ্টা জাতির উদ্দেশে ঘোষণা দিয়েছিলেন- আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তা প্রকাশিত না হওয়ায় আন্দোলনকারী ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


জুলাই ঐক্য এক বিবৃতিতে বলেছে, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত এই অন্তর্বর্তী সরকার যদি ‘জুলাই সনদ’ ঘোষণা না করে, তবে তা হবে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। তারা এই ঘটনাকে ছাত্র-জনতার আত্মত্যাগকে অসম্মান করার শামিল বলে মনে করছে।

সংগঠনটি আরও অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকারের সময়েই বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে ‘ফ্যাসিবাদী শক্তি’। এসব ঘটনার কোনো বিচার না হওয়াকে আন্দোলনকারীরা সরকারের নীরব সহযোগিতা হিসেবে দেখছে।

জুলাই ঐক্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, জুলাই শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি অন্যায় ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার সর্বোচ্চ প্রতিরোধের এক গৌরবময় অধ্যায়। এই অধ্যায়ের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই দিতে হবে। যদি তা না হয়, তবে কঠোর কর্মসূচি আসবে এবং তার দায়ভার সরকারকেই নিতে হবে।


বিজ্ঞাপন


প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এবং ‘জুলাই সনদ’ ঘোষণা না করায় আজ বৃহস্পতিবার রাত ৮টায় শাহবাগে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর