সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পলিথিনের বিকল্প ব্যবহারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

R

পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় পাট, কাগজ ও কাপড়সহ এর অন্যান্য বিকল্প ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বুধবার (২৫ জুন) বৃক্ষমেলা ও পরিবেশ মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ আহ্বান জানান তিনি। 


বিজ্ঞাপন


উপদেষ্টা জানান, প্লাস্টিক দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে; সুপারশপগুলো শতভাগ পলিথিনমুক্ত হয়েছে। একবার ব্যবহারযোগ্য ১৭টি প্লাস্টিক পণ্যে নিরুৎসাহ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন চলছে। ইপিআর ও থ্রিআর নীতির বাস্তবায়নে কাজ করছে সরকার।

R

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের চলমান ও অগ্রাধিকারভিত্তিক কর্মকাণ্ড তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, পরিবেশ প্রশাসনে গতিশীলতা, জবাবদিহিতা ও সক্ষমতা বৃদ্ধিতে ১৯২৭ সালের বন আইন, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ও জীববৈচিত্র্য আইনের সংস্কার চলছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ট্রাস্ট ফান্ড গঠনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।


বিজ্ঞাপন


R1

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নদী সংরক্ষণে চূড়ান্ত করা হয়েছে দেশের নদ-নদীর তালিকা। তুরাগসহ ঢাকার চারটি নদী ও ২০টি খালের জন্য ব্লু-নেটওয়ার্ক পরিকল্পনা তৈরি হয়েছে। বড়াল, করতোয়া, সুতাংসহ ১৫টি নদীর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। নদীর স্বাস্থ্য পরীক্ষায় চালু হচ্ছে ‘হেলথ কার্ড’।

তিনি বলেন, বন সংরক্ষণে মধুপুর শালবন ও চুনতি বন পুনরুদ্ধারের কাজ চলছে। অবৈধ দখলমুক্ত হয়েছে ১১,৪৫৯ একর বনভূমি। সোনাদিয়া উপকূলীয় বন ও রাজশাহীর দুটি জলাভূমিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। ইটভাটা নিয়ন্ত্রণে ‘নো-ব্রিকফিল্ড জোন’ গঠন ও পুরনো যানবাহন নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে।

R3

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ অধিদফতরের জন্য পৃথক ক্যাডার গঠনের প্রস্তাব, অনলাইন মনিটরিং চালু, বন অধিদফতরে বন্যপ্রাণী উইং গঠন এবং বনকর্মীদের ঝুঁকিভাতা প্রদানের উদ্যোগের কথাও উল্লেখ করেন উপদেষ্টা। 

তিনি বলেন, গত আগস্ট থেকে ১,৭১৭ একর বনভূমি উদ্ধার ও দুই হাজার ইটভাটা বন্ধ করা হয়েছে। নির্মাণে ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা কার্যকর করা হচ্ছে।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর