সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের ভয়াবহ দুর্ঘটনা হয়েছে- এমন দাবিতে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলের একটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের নিচের সড়কে পড়ে যাচ্ছে।
তবে ভয়াবহ এই দৃশ্যটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় এটি তৈরি করা হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে এই তথ্য।
বিজ্ঞাপন
সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, মিরপুরে মেট্রোরেলের বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের নিচের সড়কে পড়ে যাওয়ার ভিডিওটি বাস্তব নয়। এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটির তদন্তে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইনস্টাগ্রামে the.worldai অ্যাকাউন্টে গত ২৩ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া গেছে, যা এই দাবির সঙ্গে মিলে।
ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ভিডিওটি মূলত the.worldai নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৩ মার্চ প্রকাশিত একটি ভিডিওর মিরর কপি। ভিডিওর শিরোনামে ব্যবহৃত হ্যাশট্যাগ নিশ্চিত করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। তদন্তে জানা গেছে, এই অ্যাকাউন্টটি নিয়মিত এআই-তৈরি কনটেন্ট প্রচার করে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে মেট্রোরেল লাইনচ্যুত হয়ে সড়কে পড়ে যাওয়ার কোনো দুর্ঘটনার তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এমআই/জেবি

