সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ৪৮০ পিস ইয়াবাসহ রমিজ উদ্দিন (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার ঘর তল্লাশী করে ইয়াবাগুলো পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খুরশীদ আলম।


বিজ্ঞাপন


তিনি জানান, এই ঘটনায় রমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। রমিজ লক্ষীপুরের রায়পুরের কলমেশ্বর গ্রামের আউয়াল ভূঁইয়ার ছেলে। অন্যদিকে একই সময় সেই ঘরে আরিফুল হাসান ছিলেন। কিন্তু তিনি পালিয়ে গেছেন। রমিজের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মোবাইল ফোন, লেহেঙ্গা ও শাড়ি উদ্ধার করা হয়েছে। তিনি ওই বাসায় ভাড়ায় থাকতেন। এই ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় দুটি  মামলা হয়েছে।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর