সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের হানা, মিলছে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

dudok
দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় অনিয়ম, তথ্য সংশোধনে দুর্নীতি ও হয়রানির অভিযোগে একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

সোমবার (২৩ জুন) সকাল থেকে একযোগে দুদকের বিভিন্ন জেলা থেকে এসব অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আকতারুল বলেন, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, মিলেছে টাকা লেনদেনের প্রমাণ

৬ মাসে দুদকের জালে ৭৪ কর্মকর্তা, দুর্নীতির শেকড় কত গভীরে?

তিনি আরও বলেন, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।


বিজ্ঞাপন


এদিন রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলার নির্বাচন অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুদক।

এমআই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর