রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

চাকরি থেকে অব্যাহতি পাওয়া সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে সোমবার (২৩ জুন) দুপুর থেকে শাহবাগ এলাকায় যান চলাচলে স্থবিরতা নেমে আসে।

চাকরিচ্যুত এসব সদস্যের প্রধান দাবি—চাকরিতে পুনর্বহাল। এ দাবির সঙ্গে আরও দুটি দাবি রয়েছে, যা তারা কর্তৃপক্ষের কাছে তুলে ধরছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, দুপুরের দিকে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে একটি মিছিল নিয়ে বের হন তারা। এরপর মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে শাহবাগ মোড়ে আসে। সেখানে পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করলে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

সাবেক এসব সদস্যের আন্দোলনের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের রাস্তায় সৃষ্টি হয় যানজট। এতে সাধারণ মানুষ এবং পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

তাদের দাবিগুলো নিয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলনকারীরা বলছেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সুযোগ চান।

 এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর