সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোববার রাতের বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজধানীর রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে রোববার (২২ জুন) রাতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রাজধানীর একাংশ। রাত ১০টার দিকে এ গোলযোগের ঘটনা ঘটে। পরে পৌনে ১২টা থেকে সচল হতে থাকে বিদুৎ সঞ্চালন লাইন।

সংশ্লিষ্টরা জানান, গ্রিডের ত্রুটি মেরামত শেষে প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু করে লোডশেডিং পরিস্থিতি। গ্রিডের এই সমস্যার জন্য তারা যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটি হিসেবে চিহ্নিত করছেন। 


বিজ্ঞাপন


এ বিষয়ে পিজিবিপি কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট ত্রুটি মেরামত করে রাত ১১টা ৪৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে সকল এলাকায় সংযোগ পুনঃস্থাপন করবে।

বিপিডিপির মুখপাত্র শামীম হাসান বলেন, রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে। এর ফলে মূলত ডিপিডিসির আওতাধীন যেসব এলাকা রয়েছে, সেসব এফেক্টেড হয়েছে। ডেসকো খুব একটা এফেক্টেড হয়নি।

এর আগে গ্রিডে ত্রুটির বিষয়ে এক বার্তায় পিজিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকষ্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন। সম্ভাব্য দ্রুততম সময়ে এ সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ডেসকো জানিয়েছে, রামপুরা সুপার গ্রিডের ২৩০ কেভি অংশে সমস্যা দেখা দেওয়ার কারণে বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের (আংশিক), পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড ও গুলশান গ্রিড বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর