কে এম নুরুল হুদার পর এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারের গুঞ্জন শোনা যাচ্ছে।
রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেনি।
বিজ্ঞাপন
কাজী হাবিবুল আউয়াল ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনেই ২০২৪ সালের জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আউয়াল কমিশন পুরোটাই পদত্যাগ করে। গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন।
আরও পড়ুন
সাবেক সিইসিকে যেভাবে সোপর্দ করা হয় পুলিশে
সাবেক সিইসিকে হেনস্তা, অভিযুক্তদের বিচারের আওতায় আনার ঘোষণা সরকারের
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ধরে হেনস্তা করে পুলিশে সোপর্দ করে জনতা। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়। নুরুল হুদাকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মাথায় গ্রেফতার হলেন আরেক সিইসি।
এর আগে সকালে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ এনে বিগত তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সিইসিসহ সংশ্লিষ্টদের আসামি করে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কর্মকর্তাদের আসামি করা হয়।
বিজ্ঞাপন
জেবি

