রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শামীম (৩২), শাহাদাত (২৩), নিদার হাসান (১৭), ফাহাদ (১৬), আলাভী আনাম (১৬), সাজ্জাদুর রহমান রবিন (৩০), রেজাউল (৪০), রাসেল (২২), কাদের (৩২), সাব্বির (২৩), জামাল (২৭), রবিন (২৩) ও আলমগীর (৩৮)।
শুক্রবার (২০ জুন) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার (২১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুরের এডিসি জুয়েল রানা।
বিজ্ঞাপন
তিনি জানান, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন, ওয়ারেন্টভু্ক্ত ৬ জন, দস্যুতার মামলায় ৩ জন, চুরি ও অন্য মামলায় ২ জন রয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি ২৩ ইঞ্চি সামুরাই, লোহার ছোরা ও একটি ইঞ্চি চাপাতি উদ্ধার করা হয়।
এমআইকে/এফএ

