রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না— এই বিষয়টি ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাইনিউজ অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট এ কথা বলেন। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তি।


বিজ্ঞাপন


এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভুল বলেছেন। কারণ এর আগে তিনি (গোয়েন্দা প্রধান) মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না।

এর আগে চলতি সপ্তাহে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রাশিয়ার প্রস্তুতির কথা বারবার জানিয়ে এসেছেন।

 


বিজ্ঞাপন


অন্যদিকে ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (১৯ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ইসরায়েল-ইরান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ পরিবেশকে ‘আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে’।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘আমরা বিশেষভাবে ওয়াশিংটনকে ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করতে চাই। এই ধরনের যেকোনো পদক্ষেপ “অত্যন্ত বিপজ্জনক” হবে এবং এর ফলে “অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি” হতে পারে।

সূত্র: আলজাজিরা

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর