সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেরাণীগঞ্জে ভেজাল প্রসাধনী কারখানা সিলগালা, জরিমানাসহ মালিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

কেরাণীগঞ্জে ভেজাল প্রসাধনী কারখানা সিলগালা, জরিমানাসহ মালিক কারাগারে
কেরাণীগঞ্জে ভেজার প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবির ডানে লাল গেঞ্জি পরিহিত কারখানার মালিক আব্দুল কুদ্দুস।

ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে প্রসাধনী সামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করার দায়ে একটি অবৈধ কারখানাকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এসময় কারখানার মালিক আব্দুল কুদ্দুসকে এক বছরে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

অভিযান চলাকালে কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, কেমিক্যাল আর সুগন্ধি মিশিয়ে নামিদামি ব্রান্ডের নকল ও ভেজাল প্রসাধনী তৈরি করে সেলুন ও পার্লারসহ বিভিন্ন বাজারে সরবরাহ করতেন কারখানা মালিক আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী । গত তিন বছর ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে প্রসাধনী সামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করার দায়ে একটি অবৈধ কারখানাকে বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানা মালিক আব্দুল কুদ্দুসকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ 


বিজ্ঞাপন


জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই সরকারি কর্মকর্তা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর