রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে সিদ্ধান্ত আগামী সপ্তাহে: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

Sana
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষের দিকে হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে বলেছেন, ‘আজকের সভায় জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা হয়েছে। তবে সময়ের অভাবে এবং আমাদের জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফরমেনশনের সিস্টেম) কিছু উপাত্ত এখনো বাকি আছে বিধায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণ বিষয়ক আলোচনাটা এগোয়নি। আশা করছি আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পন্ন হবে।’

এর আগে ইসি সানাউল্লাহ বলেছিলেন, আবেদন জমা পড়েছে ৬০৭টি। ৭৫টি আসনের পুনর্বিন্যাস চেয়ে বিভিন্নজন বিভিন্নভাবে আবেদন করেছেন। প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, স্ট্যাটাস, জনসংখ্যা, ভোটসংখ্যা এবং ঐতিহাসিক ভিত্তিও সীমানা পুনর্র্নিধারণের ক্ষেত্রে বিবেচনায় নেব। 

এছাড়া ২২৫টি আসনে কোনো আবেদনই পড়েনি বলে জানান ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ‘সেগুলোতে আমরা হাত দেব না।’

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর