শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

D
‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে অভিযানে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

রাজধানীর গুলশান এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ জুন) কমিশনের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট সকাল থেকেই মাঠে নামে। 


বিজ্ঞাপন


অভিযোগ ছিল, বিগত সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক নেতা, তাদের সন্তান ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে এবং তুলনামূলক কম মূল্যে মূল্যবান ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

অভিযানে দুদক টিম সরাসরি গুলশান-২ এর ওয়েস্টিন হোটেলের পেছনে অবস্থিত ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্প এলাকা পরিদর্শন করে এবং প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের কর্মকর্তাদের কাছ থেকে প্রাথমিক বক্তব্য গ্রহণ করে।

D2

দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে প্রকল্পে বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বচ্ছতার অভাবের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য এনফোর্সমেন্ট টিম রাজউকের সংশ্লিষ্ট রেকর্ডপত্র, যেমন— ফ্ল্যাট বরাদ্দের আবেদনপত্র, বরাদ্দ প্রক্রিয়ার নথি, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করেছে।


বিজ্ঞাপন


দুদক সূত্রে জানা গেছে, সংগৃহীত দলিলাদি বিশ্লেষণ করে কমিশনে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে অভিযোগ উঠেছে, এই বরাদ্দ প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রেখে নির্দিষ্ট মহলকে সুবিধা দেওয়া হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের শামিল। সরকারি একটি গৃহায়ণ প্রকল্পে এ ধরনের অনিয়ম সাধারণ মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করে বলেও মন্তব্য বিশেষজ্ঞদের।

এমআই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর