ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সভায় সভাপতিত্বে করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সম্প্রতি ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আফিস আদেশ থেকে বিষয়েটি জানা যায়।
বিজ্ঞাপন
অফিস আদেশ বলা হয়েছে নির্বাচন কমিশনের সপ্তম সভা আগামী বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় যেসব বিষয় আলোচনা হবে:
(ক) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫; (খ) জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত; এবং (গ) বিবিধ।
সংশ্লিষ্ট কর্মকর্তাগণ-কে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সীমানা নির্ধারণ নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আবেদন জমা পড়েছে ৬০৭টি। ৭৫টি আসনের পুনর্বিন্যাস চেয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে আবেদন করেছেন। প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, স্ট্যাটাস, জনসংখ্যা, ভোটসংখ্যা এবং ঐতিহাসিক ভিত্তিও সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেব। এছাড়া ২২৫টি আসনে কোনো আবেদনই পড়েনি। সেগুলোতে আমরা হাত দেব না।
এমএইচএইচ/এএস