রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ট্রাফিক কনস্টেবল শিশির কুমার বালা গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দায়িত্ব পালনের সময় কনস্টেবল শিশির একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে তাকে ধাক্কা দেয় এবং কিছুদূর পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই চালক আব্দুল খালেককে (৫২) ঘটনাস্থল থেকে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংক্ষিপ্ত বিচার আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে।
বিজ্ঞাপন
/এএস