রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আঙুল বাঁকা করলে খবর আছে’, সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

‘আঙুল বাঁকা করলে খবর আছে’, সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা আজও আন্দোলনে রয়েছেন। তারা সরকারকে সরাসরি সতর্ক করে বলেছেন, কঠোর কর্মসূচি নেওয়া হবে যদি তাদের দাবি মানা না হয়।

আন্দোলনরত সরকারি কর্মচারীদের একজন শীর্ষ নেতা বলেন, সরকার বাহাদুর, আমরা আঙুল এখনো সোজা রেখেছি, ইনশাআল্লাহ। কিন্তু আঙুল বাঁকা করলে খবর আছে।


বিজ্ঞাপন


ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে কর্মসূচি থেকে এমন বক্তব্য দেন কর্মচারীরা। তারা বলেন, তারা অধ্যাদেশ সংশোধনের কথা নয়, বরং পুরো অধ্যাদেশ বাতিলের দাবিতে একযোগে আন্দোলন করছেন।

কর্মচারী নেতা নজরুল ইসলাম বলেন, আমরা শুনেছি, উপদেষ্টা পরিষদের নেতৃত্বে গঠিত একটি কমিটি চাকরি অধ্যাদেশ সংশোধনের জন্য সুপারিশ করবে। কিন্তু আমরা সেটি মেনে নেব না।

অন্য এক কর্মচারী নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা আঙুল এখনো সোজা রাখছি, আঙুল বাঁকা করলে খবর আছে।

অধ্যাদেশে বলা হয়েছে, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এই বিধান রাখা হয় ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারির সময়।


বিজ্ঞাপন


এর আগে, ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদিত হয়। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ২৪ মে থেকে আইনটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন। এ আন্দোলনে অংশ নিচ্ছেন সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী সংগঠন সম্মিলিতভাবে।

তারা অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক’ এবং ‘কালো আইন’ বলে অভিহিত করেছেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা ১১টার পর কর্মচারীরা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জমায়েত হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে গিয়ে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় বিক্ষোভকারীরা— ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’, ‘মানি না মানবো না, ফ্যাসিবাদী কালো আইন’ ও ‘মানি না মানবো না, অবৈধ কালো আইন’সহ বিভিন্ন স্লোগান দেন। 

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর