সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকায় ৭টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০১:২১ পিএম

শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকায় ৭টি ককটেল উদ্ধার

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চত্বর ও হাইকোর্টের সামনের সড়ক থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৬ জুন) সকালের দিকে এই বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের পাশে একটি গাছের নিচে প্রথমে ছয়টি অবিস্ফোরিত ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম, শাহবাগ থানা ও বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

এর আগে ভোরবেলা হাইকোর্ট মাজার গেটের সামনে ও এর বিপরীত পাশে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল গেটের সামনেই বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। পরে সেটিও নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, সকালে নিরাপত্তা কর্মীরা দুটি খাবারের বক্স দেখে সন্দেহ করেন। পরে ব্যাগ খুলে দেখতে পান লাল টেপে মোড়ানো বিস্ফোরক জাতীয় বস্তু রয়েছে। এরপরই আমরা পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দিই।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকা থেকে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এ ধরনের কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এদিকে, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই দুটি এলাকায় বিস্ফোরক থাকার ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআই/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর