সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়ানোসহ চার দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

D
শাহবাগে চার দফা দাবিতে চিকিৎসকদের সমাবেশ। ছবি- ঢাকা মেইল

বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়ানোসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ। 

রোববার (১৫ জুন) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সমাবেশে ৪৮তম বিসিএস পরীক্ষা চিকিৎসক পেশাজীবীদের প্রতি বয়সসীমা ও পরীক্ষার কাঠামো সংক্রান্ত বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে চার দফা দাবি তুলে ধরা হয়।

সমাবেশে চিকিৎসকরা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রতিটি দাবি যৌক্তিক বলে স্বীকার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা মেনে নেয়নি। আমরা চিকিৎসক সমাজের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।’

যে চার দাবি চিকিৎসকদের

১. অন্যান্য সাধারণ ক্যাডারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক্তারদের বিসিএস বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করে প্রজ্ঞাপন দিতে হবে। ৩৪ আমাদের দাবি নয়, আমাদের ন্যায্য অধিকার।


বিজ্ঞাপন


২. ৪৮তম বিশেষ বিসিএসের সময়সীমা বাড়িয়ে স্বাভাবিক নিয়মে ৪৭তম বিসিএসের পরে নিতে হবে এবং সংশোধিত বিজ্ঞপ্তির তারিখ হতে ন্যূনতম তিন মাস সময় দিতে হবে।

৩. ইন্টার্ন চিকিৎসকদের ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলি উত্তীর্ণ সাপেক্ষে ভাইভা বোর্ডে অস্থায়ী বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান এবং তা বিবেচনায় চূড়ান্তভাবে চাকরিতে সুপারিশ করে পিএসসি কর্তৃক অফিস আদেশ জারি করতে হবে। ইন্টার্নশিপের মেয়াদকে বিবেচনায় রেখে জনপ্রশাসনকে বিলম্বে যোগদানের সুযোগ রেখে আদেশ জারি করতে হবে।

৪. সকল বিসিএসের প্রিলি, রিটেন ও ভাইভা নম্বর প্রকাশ অবশ্যই বাধ্যতামূলক করতে হবে।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর