রাজধানীর চন্দ্রিমা হাউজিং এলাকায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মামলার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো আসামিকে ধরছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর মা। এ ঘটনায় পুলিশের দাবি, তারা আসামিদের খুঁজে পাচ্ছেন না। তবে অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, শিশুটির বাবা নেই। ফলে তার মা অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। কাজের তাগিদে চন্দ্রিমা হাউজিংয়ে আলমগীর শেখ নামে এক ব্যক্তির বাসায় কাজ নেন। প্রতিদিনের মতো তিনি সেদিন সকালে তার মেয়েকে নিয়ে সেখানে যান। কাজের সময় তিনি ব্যস্ত ছিলেন এরই ফাঁকে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার গোপন অঙ্গে হাত দেন সেই ব্যক্তি। পরে শিশুটি তার মায়ের সঙ্গে বাসায় গেলে ঘটনাটি খুলে বলে। গত ৩০ মে চন্দ্রিমা হাউজিং এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার দিন মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী শিশু মা বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলার পর আসামি ধরছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
বিজ্ঞাপন
মামলার বাদী ঢাকা মেইলকে বলেন, পুলিশ টাকা খেয়ে এখন আসামি ধরছে না। তারা আমাকে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে টাকা নিতে বলে। আরও বলে তার কাছে যান তিনি কি বলে শোনেন। কিন্তু আমি টাকা নিতে চাই না। আমি আমার মেয়ের যে সর্বনাশ করেছে তার বিচার চাই।
তিনি জানান, সেই ঘটনার পর তার মেয়েকে নিয়ে কয়েকদিন সোহরাওয়ার্দী হাসপাতালে ছিলেন তিনি। এরপর সেই মেয়ে সুস্থ হয়ে ওঠে। ফলে তিনি টাকা নয়, বিচার চান।
এ ঘটনায় মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা ঢাকা মেইলকে বলেন, ওই নারী আমার কাছে এসেছিল। আমরা এই ঘটনার সত্যতা পেয়েছি। মামলার পর থেকে আসামি খুলনা এলাকায় পালিয়ে গেছেন। তাকে ধরতে চেষ্টা অব্যাহত আছে।
এমআইকে/এএস

