সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দূরপাল্লার বাসে সেনাবাহিনীর অভিযান, বাড়তি ভাড়া ফেরত পাচ্ছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

Sena
দূরপাল্লার বাসে সেনাবাহিনীর অভিযান, সঙ্গে আছে পুলিশও।

নির্দিষ্ট ভাড়া থেকে অতিরিক্ত আদায় করা দূরপাল্লার পরিবহনগুলোতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যেসব যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, তারা সে অর্থ ফেরত পাচ্ছেন।

রোববার (১৫ জুন) রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের কাছে চেকপোস্ট বসিয়ে পরিবহনগুলোতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে ভুক্তভোগী যাত্রীদের বিকাশে এবং ক্যাশের মাধ্যমে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়।


বিজ্ঞাপন


ঢাকা-পঞ্চগড়গামী শ্যামলী স্লিপার এসি কোচ। এই রুটে নির্ধারিত ভাড়া ১৫০০ টাকা। অথচ ঈদের দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা ভাড়া আদায় করা হয়। গাবতলী চেকপোস্টে যৌথ অভিযানে তারই প্রমাণ মেলে। 

এরপর বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয় যাত্রীদের। যেসব বাস বাড়তি ভাড়া ফেরত দিচ্ছে না, তাদেরকে ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে।

ঢাকা-পাবনাগামী হাসিব পরিবহন সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে ঢাকা রুটে যাতায়াত করে। এই রুটের ভাড়া ৪০০ টাকা। অথচ যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা ভাড়া রাখা হচ্ছে। সেনাবাহিনীর সহযোগিতায় বাড়তি ২০০ টাকা ফেরত পেয়ে খুশি যাত্রীরা।

যৌথ অভিযান প্রসঙ্গে দারুস সালাম থানার পুলিশ সার্জেন্ট তানজীদ আহমেদ বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার পরিবহনগুলোতে যৌথ অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করছি। বাড়তি ভাড়া আদায় হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’


বিজ্ঞাপন


ভাড়া ফেরত না দিলে সেনাবাহিনীর নির্দেশ মোতাবেক সংশ্লিষ্ট বাসকে ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে বলে জানান সার্জেন্ট তানজীদ আহমেদ।

এমআই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর