সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে যুবককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল-ব্যাগ ছিনতাই

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি।

রাজধানীর ডেমরায় এক যুবককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর নাম সাগর আহমেদ (৩২)।

শুক্রবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।


বিজ্ঞাপন


আহত সাগরের ভাই আল-আমিন বলেন, রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় দু-তিনজন দুর্বৃত্ত আমার ভাইয়ের গতিরোধ করে সঙ্গে থাকা মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় ভাইয়ের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ডেমরা স্টাফ কোয়াটারের সামনে থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এক যুবক ব্যাগ ও মোটরসাইকেল খুয়েছেন। পরে গুরুতর আহতাবস্থায় ঢামেকে এলে তাকে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর