বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কামরাঙ্গীরচরে চুরি: কদমতলী ও রায়েরবাগ থেকে দুজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

Rab
চুরির ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামি। ছবি- ঢাকা মেইল

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসায় চুরির ঘটনায় দুইজনকে গ্র্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন- মিরাজ হাওলাদার (৩০) ও হানিফ (৪৫)। 

বৃহস্পতিবার (১২ জুন) পৃথক অভিযানে তাদেরকে কদমতলী ও রায়েরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার। 

তিনি জানান, গত ৯ জুন ভোরে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় সালমান নেভিগেশন কোম্পানিতে চুরি হয়। চোরেরা আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের ১৫টি লোহার ড্রেজার পাইপ, সাড়ে ১০ হাজার টাকার ড্রেজারের টাংকিতে থাকা ১০০ লিটার ডিজেল এবং ১৫ হাজার টাকা মূল্যমানের ১৫ লিটার মবিলসহ ২ লাখ ৬৫ টাকার মালামাল চুরি করে। 

র‌্যাব জানায়, এ ঘটনার সঙ্গে গ্রেফতারকৃত মিরাজ হাওলাদারসহ আরও অনেকে জড়িত। 

পরে এ ঘটনায় আলমগীর নামে কোম্পানির এক ম্যানেজার বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন। সেই মামলায় গ্রেফতারকৃতদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ফলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 


বিজ্ঞাপন


র‌্যাব কর্মকর্তা শামীম হাসান সরদার জানান, গ্রেফতারকৃতদের একজনের বাড়ি লালবাগ ও আরেকজনের বাড়ি যাত্রাবাড়ী এলকায়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর