বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের প্রেসিডেন্ট জনাথন রেনল্ডস।
বুধবার (১১ জুন) ব্রিটিশ পার্লামেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিজ্ঞাপন
একইদিন প্রধান উপদেষ্টার হোটেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল।
এর আগে মঙ্গলবার (১০ জুন) লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক পৃথক ভাবে সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ, কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বটচওয়ে এবং যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল।
বৈঠক কালে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বটচওয়ে। তিনি জানান, বাংলাদেশ চাইলেই কমনওয়েলথ সংবিধান সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত।
চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। তাকে বহনকারী ফ্লাইটটি লন্ডনে পৌঁছায় পরদিন (মঙ্গলবার) সকাল ৭টা ০৫ মিনিটে।
বিজ্ঞাপন
এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
চার দিনের এই রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
এদিকে লন্ডন সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করবেন বলে জানা গেছে। আগামী শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এএইচ