রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। নাম মানিক চৌধুরী (৩৯)।
বুধবার (১১ জুন) দুপুরে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ওয়ারী থানা সূত্র জানায়, গত ৭ জুন ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটস্থ ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ চুরি হয়। পিকআপটির মালিক সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা করেন।
মামলার পর তদন্তে নামে ওয়ারী পুলিশ। বুধবার তথ্য পেয়ে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা থেকে চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।
ওয়ারী থানা সূত্র আরও জানায়, মানিক ও অন্যান্য ২ থেকে ৩ জন সহযোগীদের নিয়ে গত ৭ জুন বিকেলে ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে পাকা রাস্তার ওপর থেকে পিকআপটি চুরি করে কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসে।
গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এমআইকে/এএইচ