সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

CA
এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ।

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। 

মঙ্গলবার (১০ জুন) অ্যান ওয়ার্শ তার হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।


বিজ্ঞাপন


এদিন প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে স্থানীয় সময় সকাল ৭টা ০৫ মিনিটে লন্ডন পৌঁছান।

এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

এই সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। 

এদিকে লন্ডন সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর