ঈদের চতুর্থ দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদে যারা কর্মস্থল থেকে ছুটি পাননি কিংবা পরিবার নিয়ে ঢাকায় ঈদ করেছেন কেবল তারাই এখন গ্রামে যাচ্ছেন। আবার ঢাকায় ঈদ করেছেন কিন্তু কর্মস্থল ঢাকার বাইরে এমন লোকেরাও এখন রাজধানী ছাড়ছেন। তবে ঈদের ছুটি কাটিয়ে অনেকেই ফিরছেন ঢাকায়। ঈদের ছুটি এবার বেশি হওয়ায় এখনও ধীরেসুস্থে ফিরছেন নগরবাসী। নেই তাড়াহুড়ো কিংবা হুড়োহুড়ি।
মঙ্গলবার (১০ জুন) সায়েদাবাদ বাসটার্মিনাল, যাত্রাবাড়ী, দোলাইরপাড় বাসস্ট্যান্ডগুলোতে সরেজমিনে এমন চিত্র দেখতে পাওয়া গেছে।
বিজ্ঞাপন
এবার ঈদুল আজহায় আগামী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। ফলে এখনও বেশিরভাগ মানুষ গ্রামেই অবস্থান করছেন। পরিবার পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছেন।
আজ দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাস কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন যাত্রী পূর্ণ করেই ছাড়ছে বাস।
শ্যামলী কাউন্টার থেকে জানানো হয়, এখনও কয়েকদিন ছুটি বাকি আছে। তাই শেষ সময়ে অনেকেই ছুটছেন নাড়ির টানে। তারা জানান, দিনের তুলনায় রাতে তাদের যাত্রী সংখ্যা বেশি থাকে।
সংশ্লিষ্টরা জানান, কোরবানির ব্যস্ততা, যানজট এড়ানোসহ নানা কারণে ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে।
বিজ্ঞাপন
স্বপন নামের একজন যাত্রী ঢাকা মেইলকে জানান, তিনি ঢাকাতেই পরিবারের সঙ্গে ঈদ করেছেন। তবে কর্মস্থল হবিগঞ্জ তাই তিনি এখানে এসেছেন।
দোলাইরপাড় বাসস্ট্যান্ডেও ঢাকা ছাড়ছেন এমন যাত্রীর সংখ্যা লক্ষণীয়। কেউ একা কেউবা পরিবার নিয়ে যাচ্ছেন গ্রামের ঠিকানায়।
যশোরের চৌগাছায় যাবেন হারিস শেখ। তিনি ঢাকা মেইলকে জানান, ছোটখাটো ব্যবসা করি। ঈদের সময়ে বেচাকেনা ভালো হয়। তাই গ্রামে যাইনি। এখন ঢাকায় মানুষ নাই বেচাকেনাও তেমন নাই। এজন্য বাড়ি থেকে একটু ঘুরে আসব।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষ দেখা গেছে উল্লেখযোগ্য হারে। অনেকে ঢাকায় ফিরছেন, তবে এই সংখ্যা তুলনামূলক কম। যারা যাচ্ছেন তারা ঈদের ভিড় ঠেলে যেতে পারেননি। ফলে এখন স্বাচ্ছন্দে যাচ্ছেন।
মূলত কর্মব্যস্ততার কারণে যারা ঈদের সময় রাজধানীতে থেকেছেন, তারাই এখন ঢাকা ছাড়ছেন। অনেকে সরকারি ছুটি দীর্ঘ থাকায় ঈদের পরেই বেড়াতে যাচ্ছেন গ্রামে কিংবা আত্মীয়ের বাসায়।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের সরকারি ছুটি দেওয়া হয়েছে। এখনও ছুটির চার দিন বাকি আছে। গত ঈদুল ফিতরে ছুটি ছিল টানা নয় দিন।
এমআর/এফএ