বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

লঞ্চে বাড়ছে দক্ষিণবঙ্গের মানুষের ফেরার চাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

Lunch
সদরঘাট লঞ্চঘাট হয়ে ঢাকায় ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। ছবি- ঢাকা মেইল

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটানো শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। লঞ্চে করে দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্য থেকে সদরঘাট দিয়ে ঢাকার উদ্দেশে ছুটে আসছেন মানুষ।

সরেজমিনে সদরঘাটে গিয়ে দেখা যায়, মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে সদরঘাটে সারি সারি আসছে লঞ্চ। একটু পর পর টার্মিনালে ভিড় করছে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের এই জলযান। কিছু কিছু লঞ্চ যাত্রীতে ভর্তি।


বিজ্ঞাপন


কোনোরকম ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট সময়ে আসছেন যাত্রীরা। দক্ষিণবঙ্গের ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠিসহ বেশ কয়েকটি জেলা থেকে ঢাকায় ঢুকছেন তারা। 

জানা গেছে, সকাল সকাল সদরঘাটে ভোলার চরফ্যাশন থেকে আসা চারটি লঞ্চ ঘাটে ভেড়ে। সেইসঙ্গে নোয়াখালীর হাতিয়ার লঞ্চও সকালে অন্যান্য লঞ্চের সঙ্গে ঘাটে ভেড়ে। এছাড়া ভোলার ইলিশা, বরিশাল সদরসহ বিভিন্ন রুটের লঞ্চ একে একে ঘাটে ভিড় করে।

Lunch2

জানতে চাইলে ফারহান-৯ লঞ্চের চালক শাহাজান মিয়া ঢাকা মেইলকে বলেন, ‘আজকে যাত্রী অনেক বেশি ছিল এবং ঈদের পর আজকেই অনেক চাপ ছিল। যাত্রীদেরকে নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে পেরেছি। ঠিক সময়ে লঞ্চ ঘাট করেছে। কারও কোনো অভিযোগ ছিল না।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টা থাকে নির্দিষ্ট সময়ে লঞ্চ ঘাটে ভেড়ানো। যাতে পরবর্তী গন্তব্যের জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া যায়। ঈদে যাত্রীদের চাপ থাকে। আর পদ্মা সেতু হওয়ার পর থেকে বিভিন্ন লঞ্চ বেড়েছে। আবার কিছু কিছু রুটে লঞ্চের সংখ্যা কমে গেছে।

এদিকে যাত্রীরা লঞ্চে আসছেন স্বাচ্ছন্দে। জানতে চাইলে ভোলা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, ‘লঞ্চ যথাসময়ে ঘাটে এসেছে। কোনো গাদাগাদি ছিল না। আরামদায়কভাবে ঢাকা আসতে পেরেছি।’

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর