বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

ঈদের আগের রাতে আতর-টুপির দোকানে ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১০:২০ পিএম

শেয়ার করুন:

ঈদের আগের রাতে আতর-টুপির দোকানে ভিড়

সারা বছরের তুলনায় ঈদে আতর-টুপির কদর একটু বেশি। আজ শুক্রবার (৬ জুন) কোরবানির ঈদের আগের রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আতর টুপির ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের আগে আতর-টুপি সংগ্রহ করছেন। পাশাপাশি অনেকে নতুন জায়নামাজ কিংবা পাঞ্জাবিতে পছন্দের সুবাস দেওয়ার জন্য আতরের রয়েছে বাড়তি কদর।

ব্যবসায়ীরা জানান, বছরের দুই ঈদে আমাদের বেচাকেনা বেশি। রোজার ঈদে তুলনামূলক বেশি হলেও এবারের কোরবানির ঈদে একটু চাহিদা বেশি।


বিজ্ঞাপন


বায়তুল মোকাররম মার্কেটের যে আতরের দোকানগুলো রয়েছে, সেগুলোতে মিলিলিটার হিসেবে আতর বিক্রি হয়। অধিকাংশ দোকানে ৩ মিলির ছোট বোতলে ভরে আতর বিক্রি করা হচ্ছে। দেশি ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আনা আতর রয়েছে এখানে।

রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদ্রাসা সংলগ্ন মার্কেটের আতর ব্যবসায়ী শামসুর  রহমান বলেন, উদ, আল হারমাইন, কস্তুরি, মুস্তাহ আল তাহারা, আল আরাবিয়া, গুপি, সুলতান, কিং হোয়াইট, জান্নাতুল নাঈম, আল-ফারেজ ও হাজরে আসওয়াদের মতো দামি আতর রয়েছে। ভালো মানের আতরের দাম প্রতি মিলিলিটার ৬০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত।

তবে আতরের দোকানগুলোয় বেশি বিক্রি হচ্ছে আলিফ, আল ফারহান, আল ইসরাত, আল রিসাব, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বকুল, সুরভি ও বেলি ফুলের আতর। এসব আতরের দাম ৭৫ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। আতর সংরক্ষণের বোতল বা দানিও পাওয়া যাচ্ছে বাজারে। কাচ, ধাতুসহ নানা পাথরের এসব দানির দাম পড়বে ২০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত।

কয়েকটা দোকান ঘুরে আতর কেনেন কবির হোসেন।  তিনি বলেন, ঈদের নামাজে যাওয়ার জন্য আতর আর টুপি নিলাম। দুই ছেলের জন্যও টুপি নিলাম। 


বিজ্ঞাপন


এছাড়া বিভিন্ন ধরনের পাথরের তৈরি তসবি ছাড়াও চন্দন কাঠ, প্লাস্টিক ও জয়তুন কাঠ দিয়ে বানানো তসবিও বিক্রি হচ্ছে।

এদিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, দক্ষিণ গেট-সংলগ্ন ফুটপাতের দোকানগুলোতেও আতর-টুপির বিক্রিবাট্টা বেশ জমে উঠেছে। এসব দোকানে টুপির দাম ২০ টাকা থেকে শুরু। আতর মিলছে ১০০ টাকার কমে।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর