ঈদের আগের দিন ঢাকার হাজারীবাগ গরুর হাটে কোরবানির পশু শূন্যের কোঠায় এসেছে ঠেকেছে। সকালের দিকে ক্রেতাদের একটু ভিড় থাকলেও দুপুর নাগাদ বেশিরভাগ গরু বিক্রি হয়ে যাওয়ায় হাট প্রায় ফাঁকা হয়ে পড়ে। এতে খুশি মনে বাড়ি ফিরছেন বেপারী ও সন্তুষ্টি প্রকাশ করেছেন ইজারাদাররা।
শুক্রবার (৬ জুন) সরেজমিনে হাজারীবাগ কোরবানির পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।
বিজ্ঞাপন
সরে জমিনে দেখা যায়, রাস্তার দুই পাশে পশু রাখার জন্য তৈরি করা অস্থায়ী ছাউনি তুলে ফেলা হয়েছে। বেপারীরা খুশি মনে হাট থেকে বিদায় নিচ্ছে। ইজারাদারদের মুখেও ফুটে উঠেছে সন্তুষ্টির হাসি।
হাটে গরু বিক্রি করতে আসা বেপারী আব্দুল রহমান। তিনি তার ছাউনি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাড়ি ফেরার জন্য। তার সঙ্গে কথা হলে তিনি ঢাকা মেইলকে বলেন, চার দিন আগে এসেছিলাম ১৩টি গরু নিয়ে। প্রথম দুদিন গরু বিক্রি না হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু গতকাল ও আজ সকাল থেকে ১২টি গরু বিক্রি করতে পেরেছি। আর একটি রয়েছে সেটিও বিক্রি করতে পারব।
গরু বিক্রি হওয়ায় আপনি খুশি কিনা; জানতে চাইলে তিনি বলেন, খুশি তো অবশ্যই সব গুরু বিক্রি হয়েছে। তবে দাম একটু কম পেয়েছি। সেটি নিয়ে আফসোস নাই।
হাটের আরেক বেপারী রহমত আলী বলেন, এবার দাম কিছুটা কম ছিল, কিন্তু শেষ মুহূর্তে বিক্রি ভালো হয়েছে। সব গরু বিক্রি করতে পেরেছি।
বিজ্ঞাপন
এক ইজারাদার বলেন, শুরুতে কিছুটা চিন্তায় ছিলাম, তবে ঈদের এক-দুদিন আগে বিক্রি জমে ওঠে। আজকে হাট খালি দেখে আমরা খুশি।
এদিকে শেষ বেলায় গরু কিনতে আসা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা শেষ মুহূর্তে পছন্দসই গরু না পেয়ে হতাশ হয়েছেন। কেউ কেউ জানান, আজ গরু বাছাইয়ের সুযোগ ছিল না, আগেই আসা উচিত ছিল। আবার কেউ বলছেন, ভেবেছিলাম প্রতি বছরের মতো এবারও শেষদিন হাটে অনেক গরু থাকবে তুলনামূলক কম দামে একটু ভালো গরু পাব; কিন্তু এখন দেখি উল্টো চিত্র এখানে। কিছু করার নাই এখানে পছন্দ না হলে গাবতলী হাটে যেতে হবে।
হাজারীবাগ হাটের ১০ নম্বর কাউন্টারের পরিচালক মো. রিপন ঢাকা মেইলকে বলেন, হাট ঈদের একদিন আগে ফাঁকা হওয়ার প্রধান কারণ হলো গরুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে ছিল। প্রথম দিকে বেপারী গরুর দাম ছাড়তে না চাইলেও গতকাল থেকে বেপারীরা গরু ছেড়ে দিয়েছেন। এতে কেনা-বেচা বেশি হওয়ায় হাট ফাঁকা হয়েছে।
এবার হাটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার হাটে বিশৃঙ্খলার বড় কোনো ঘটনা ঘটেনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিজে এসে হাটের পরিস্থিতি দেখে বলে গিয়েছেন খুব ভালো পরিবেশ।
হাটের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মো. বিপ্লব হোসেন বলেন, ১০ দিনের ছুটির কারণে যারা অনেকে ঢাকায় কোরবানি করার কথা ছিল; তারা এখান থেকে গরু কিনে দ্রুত গ্রামের পথে রওনা দিয়েছে। আবার বৃষ্টির কারণে বেপারীরা একটু কম দামে গরু ছেড়েছে। তাই এত তাড়াতাড়ি হাট ফাঁকা হয়ে গিয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোরবানির পশুর হাটগুলো হলো— গাবতলীর হাট, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মাস্তুল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গার হাট, তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গার হাট, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজারের খালি জায়গার হাট, মিরপুর-৬ নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গার হাট, মোহাম্মদপুর এলাকার বছিলা ৪০ ফুট সড়কসংলগ্ন খালি জায়গায় হাট, উত্তরা-১০ নম্বর সেক্টরসংলগ্ন রানাভোলা অ্যাভিনিউ খালি জায়গার হাট, ভাটারা সুতিভোলা খালের পাশে খালি জায়গার হাট, খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় হাট, কাচকুড়া বাজার-সংলগ্ন রহমাননগর হাট, মেরুল বাড্ডা কাঁচাবাজার হাট এবং রামপুরার পূর্ব হাজিপাড়ার ইকরা মাদ্রাসার খালি জায়গায় হাট, মিরপুরের কালশী বালুর মাঠের খালি জায়গার হাট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার কোরবানির পশুর হাটগুলো হলো— সারুলিয়ার হাট, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় হাট, ডেমরার আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায় হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায় হাট, দনিয়া ক্লাবের পূর্ব পাশে ও ছনটেক মহিলা মাদ্রাসার পশ্চিমের খালি জায়গায় হাট, লালবাগের পোস্তা এলাকায় রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায় হাট এবং হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গায় হাট, নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন খালি জায়গার হাট।
এমএইচএইচ/এফএ