পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে তার ভাষণ সরাসরি সম্প্রচার হচ্ছে।
বিজ্ঞাপন
ভাষণে প্রধান উপদেষ্টা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশবাসীকে ঈদুল আজহা পালনের আহ্বান জানিয়েছেন। গরিব প্রতিবেশী ও দুঃস্থরা যেন তাদের হক ঠিক মতো বুঝে পায় সেদিকে খেয়াল রাখতে বলেছেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
তিনি যথাযথ ভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে দেশবাসীকে অনুরোধ জানান।
ড. ইউনূস বলেন, দেশের অর্থনীতির অবস্থা ছিল ভয়াবহ। ১৬ বছরের লাগামহীন লুটপাটতন্ত্র দেশকে ধ্বংস করে দিয়েছে। সেই তুলনায় অর্থনৈতিক অবস্থা এখন ভালো। বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল করতে পেরেছি।
বিজ্ঞাপন
দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাজেট তার আগের বছরের বাজেট থেকে ছোট হয়েছে জানিয়ে তিনি বলেন, এই বাজেট প্রথাগত বাজেটের মতো নয়। এই বাজেটে ফোকাস দেওয়া হয়েছে মানুষকে।
তিনি আরও বলেন, বাংলাদেশের লাখো ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে। তাদের বিদেশি ভাষাশিক্ষা, প্রযুক্তি শিক্ষার জন্য কাতার চ্যারেটির সঙ্গে কথা হয়েছে। আগামী পাঁচ বছরে জাপানে ১ লাখ শ্রমিক পাঠানোর চুক্তি করেছি।
‘আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হোক। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা নাকি একে বিদেশিদের কাছে দিয়ে দিয়েছে। এই বন্দর হলো হৃৎপিণ্ড। এটা বড় করতে হবে। এই বন্দর হবে অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি’ বলেন তিনি।