বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

গাবতলী হাটে বাড়ছে ভিড়, গরুর দাম চড়া

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

gabtoli
জমে উঠেছে গাবতলী হাট। ছবি: ঢাকা মেইল

সকাল থেকে রাজধানীতে থেমে থেমে চলছে বৃষ্টি। এদিকে ঈদুল আজহার আগে মাঝখানে সময় আছে মাত্র একদিন। এজন্য শেষ মুহূর্তে এসে কোরবানির পশু কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন নগরবাসী। এজন্য বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর গাবতলী পশুহাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রেতারা গরুর দাম বেশি হাঁকছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

বৃহস্পতিবার (৫ জুন) গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির কারণে কাদায় ভরে গেছে হাটের বিভিন্ন জায়গা। যার ফলে ক্রেতাদের চলাচলে অসুবিধা পোহাতে হচ্ছে। গরু কিনে হাট থেকে বের হওয়ার সময় পড়ছেন সমস্যায়। তবে পশু কিনতে আসা ক্রেতাদের মধ্যে উৎসাহের কোনো কমতি নেই। দলে দলে ক্রেতারা আসছেন, গরুর দমদাম করছেন। পছন্দ হলে কিনে নিয়ে যাচ্ছেন।

ক্রেতারা অভিযোগ করছেন, প্রত্যাশার চেয়ে গরুর দাম অনেক বেশি। আবার বেপারীদের অভিযোগ, আশা অনুযায়ী দাম পাচ্ছেন না তারা।

মিরপুর-১ থেকে কোরবানির জন্য গরু কিনতে এসেছেন আব্দুর রহমান। তিনি বলেন, ‘যে গরু গত বছর এক লাখ টাকায় পেয়েছিলাম, এ বছর সেটা চাইছে দেড় লাখ। অথচ গরুর আকার খুব বেশি বড় না। দাম চড়া, অথচ বেপারীরা কোনো ছাড় দিতে রাজি না।’

মোহাম্মদপুরের ক্রেতা আবদুল আজিজ। দুই সন্তানকে সঙ্গে নিয়ে গরু কিনতে এসেছেন। তিনি ঢাকা মেইলেকে বলেন, ‘একটা ছোট গরু দরদাম করছিলাম, এক লাখ ২০ টাকা চাইলো। একই আকৃতির গরু গত বছর ৮০ থেকে ৯০ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছিল। তারপরও বেপারীরা এক টাকাও কমাতে রাজি না।’


বিজ্ঞাপন


গাবতলী হাটে চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু নিয়ে এসেছেন বেপারী মো. আপন। তিনি ঢাকা মেইলকে, ‘অনেকেই দরদাম করে চলে যাচ্ছেন। কিন্তু আমরা তো লাভ না হলে দিতে পারি না। এখনো আশপাশের জেলা থেকে গরু আসছে। শেষ সময়ের দিকে চাহিদা ও জোগানের ভারসাম্যে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।’

আরও পড়ুন

হাজারীবাগ হাট: আশানুরূপ বেচাকেনা নেই, দুশ্চিন্তায় বেপারীরা

গরুর দাম না কমার কারণ জানতে চাইলে বগুড়ার বেপারী মতিন মিয়া বলেন, ‘এই বছর খাবার, চিকিৎসা, পরিবহন সব খরচ বেশি। বৃষ্টির ঝুঁকি নিয়েই গরু এনেছি। এখন যদি কম দামে দিই, তাহলে লাভ থাকবে না। শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব।’

হাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেপারীরা জেলা শহরগুলো থেকে এখনো গরু নিয়ে আসছেন। এতে হাটে  হাটে গরুর সংখ্যা আরও বাড়বে। ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে।

গাবতলী হাটের ইজারাদারের প্রতিনিধি মো. মেহেদী হাসান সোহানের সঙ্গে কথা হয় ঢাকা মেইলের। তিনি বলেন, হাটে গরুর যেমন কমতি নেই, তেমনি ক্রেতারও কমতি নেই। তবে বেপারীরা দামে ছাড় না দেওয়ায় এখন গরুর দাম কিছুটা বেশি। কিন্তু আগামীকাল সন্ধ্যার পর থেকে গরুর দাম কমতে পারে।

হাটে কোন সাইজের গরুর চাহিদা বেশি জানতে চাইলে তিনি বলেন, এবার বড় গরুর তেমন চাহিদা নেই। সবাই মাঝারি থেকে ছোট গরু কিনছেন। আর চাহিদা বেশি তুলনামূলক ছোট গরুর।

হাটের এই প্রতিনিধি আরও বলেন, বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও হাটে প্রবেশ ও গরু রাখার জায়গাগুলো সচল রাখার চেষ্টা করছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গরু আসছে। শেষ দিকে সরবরাহ বাড়বে, তখন হয়তো দামে কিছুটা ভারসাম্য আসবে।

Gabtoli2

এদিকে, রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাগুলোতে অস্থায়ী ১৯টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১০টি ও ঢাকা দক্ষিণে নয়টি। এছাড়া দুই সিটিতে রয়েছে স্থায়ী দুটি পশুর হাট।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোরবানির পশুর হাটগুলো হলো- গাবতলীর হাট, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গার হাট, তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গার হাট, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজারের খালি জায়গার হাট, মিরপুর-৬ নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গার হাট, মোহাম্মদপুর এলাকার বছিলা ৪০ ফুট সড়কসংলগ্ন খালি জায়গায় হাট, উত্তরা-১০ নম্বর সেক্টর সংলগ্ন রানাভোলা অ্যাভিনিউ খালি জায়গার হাট, ভাটারা সুতিভোলা খালের পাশে খালি জায়গার হাট, খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় হাট, কাচকুড়া বাজার-সংলগ্ন রহমাননগর হাট, মেরুল বাড্ডা কাঁচাবাজার হাট এবং রামপুরার পূর্ব হাজিপাড়ার ইকরা মাদরাসার খালি জায়গার হাট, মিরপুরের কালশী বালুর মাঠের খালি জায়গার হাট।

আরও পড়ুন

ঈদুল আজহা: জমে উঠেছে আবাসিক এলাকার গোখাদ্যের বাজার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার কোরবানির পশুর হাটগুলো হলো- সারুলিয়ার হাট, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় হাট, ডেমরার আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায় হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায় হাট, দনিয়া ক্লাবের পূর্ব পাশে ও ছনটেক মহিলা মাদ্রাসার পশ্চিমের খালি জায়গায় হাট, লালবাগের পোস্তা এলাকায় রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায় হাট এবং হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গায় হাট, নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন খালি জায়গার হাট।

এমএইচএইচ/জেবি

 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর