পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য সদরঘাট লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। হুড়োহুড়ি করে লঞ্চে উঠতে গিয়ে নারী শিশুসহ ৫ যাত্রী বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লঞ্চে ওঠার সময় অসাবধানতাবশত পাঁচ যাত্রী পানিতে পড়ে যান। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে লঞ্চের দড়ি বেয়ে একে একে সবাইকে তোলা হয় ওপরে।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এখনও দুর্ঘটনাকবলিত যাত্রীদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুরের পর সদরঘাটে প্রচণ্ড ভিড় ছিল। মানুষজন হুড়োহুড়ি করে লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক তখনই এই পাঁচজন পানিতে পড়ে যান। দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ হতে পারত।
নৌপথের স্বস্তির যাত্রা হওয়ায় ঈদে অতিরিক্ত যাত্রী চাপ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, কর্তৃপক্ষকে আরও বাড়তি পদক্ষেপ ও যাত্রীদের সচেতনতা বাড়ানো দরকার।
এমআর/এফএ