বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

হাটে ট্রাক না নেওয়ায় চালককে ঘুসি!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ১২:২২ এএম

শেয়ার করুন:

DHAKA
ঘুসিতে চালক আহত হয়েছেন। ছবি: ঢাকা মেইল

চালক গরুর ট্রাক নিয়ে রাজধানী হাজারীবাগ হাটের দিকে যাচ্ছিলেন। পথে পাশেই থাকা গরুর হাটে ট্রাক না ঢোকানোর কারণে ঘুসি মেরে চালককে আহত করেছেন হাটের লোকজন।

বুধবার (৪ জুন) রাত দশটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বসিলা হাটে এমন ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত চালক কামরুল জানান, ফরিদপুর জেলা থেকে একযোগে তারা পাঁচটি ট্রাক নিয়ে হাজারীবাগ হাটের দিকে যাচ্ছিলেন। গাবতলী হয়ে মোহাম্মদপুর আসার পর মোড়ে ট্রাকটি ঘুরিয়ে তিনি হাজারীবাগের রাস্তার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ১০ থেকে ১২ জন বসিলা চল্লিশ ফিট হাটের কর্মীরা তার ট্রাকের উপর উঠে পড়ে। এ সময় তাদের কয়েকজন যেতে বাধা দেয় এবং তাকে মারধর করে। তাদের একজনের মারধরে তিনি আহত হয়েছেন। সেই হাট কর্মীর হাতে থাকা ওয়াকিটকি দিয়ে তার নাকের উপরে আঘাত করলে কেটে রক্ত হয় বলে তিনি দাবি করেছেন। 

গরুর মালিক সেলিম জানান, তিনি ট্রাকে নয়টি গরু নিয়ে এসেছেন। এছাড়াও আরো চার থেকে পাঁচটি ট্রাক পথে আসতেছে। সেগুলো হাজারীবাগ হাটে ঢুকবে। কিন্তু একটি ট্রাক আগাম এসে পড়ার কারণে বসিলা হাট কর্মীরা জোর করে ট্রাকে ঢুকিয়েছে এবং তার চালককে মারধর করেছে। এ ঘটনার পর তিনি বিষয়টি হাট এজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তিনি এই হাটে গরু বিক্রি করবেন না বলে সাফ জানান।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার আলী ঢাকা মেইলকে বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। যেহেতু ঘটনাস্থলে পুলিশ রয়েছে অবশ্যই বিষয়টি তারা দেখবে। তবে আসল ঘটনা কী এবং কী ঘটেছিল তা আমি জেনে পরে জানাতে পারব।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর