পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। শেষ সময়ে রাজধানীর পশুর হাটগুলোতে বেচাবিক্রি জমে উঠতে শুরু হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার ভরপুর হাট জমবে বলে আশা করছেন বেপারীরা।
রাজধানীর ২২টি হাটে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। এরই মধ্যে গরুতে ভরে গেছে হাট। ক্রেতারাও দেখছেন ঘুরেফিরে। বেশিরভাগ ক্রেতাই দাম যাচাই করছেন।
বিজ্ঞাপন
হাট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম দিনে গরু বেচাকেনা কিছুটা কম হয়েছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশনের আওতায় গাবতলী হাট আর সারুলিয়া বাজার দুটি স্থায়ীসহ মোট ২২টি পশুর হাট বসেছে।
বুধবার (৪ জুন) বিকেলে কমলাপুর হাট ঘুরে দেখা যায়, দেশের নানা প্রান্ত থেকে ট্রাকবোঝাই পশু নিয়ে আসছেন বেপারীরা। খামারি আর হাটের ইজারাদাররা আশা করছেন, আজ বুধবার সরকারি অফিসের শেষ কর্মদিবস। আজ রাত থেকেই জমে উঠবে পারে হাট। আর খামারিদের প্রত্যাশা, শেষ মুহূর্তে ভারতীয় গরু হাটে না ঢুকলে এবার ভালো দাম পাবেন তারা। বৈরী আবহাওয়ার কারণে পশু নিয়ে হাটে থাকা-খাওয়ায় কিছুটা সমস্যা হলেও এ নিয়ে অভিযোগ নেই তাদের।
গরু বেপারী মাহতাব লিমন পাবনার আতাইকুলা থেকে ট্রাকে চেপে ১৪টি গরু নিয়ে এসেছেন শাহজাহানপুর হাটে। বললেন, গতকাল ভোররাতে গরু নিয়া হাটে এসেছি। দুপুর পর্যন্ত তেমন ক্রেতা আসেননি। দু-একজন এলেও গরু দেখে চলে গেছেন। আজ সন্ধার পর থেকে বেচাকেনা জমবে আশা করছি।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গরু নিয়ে আসা রাশেদুল হাসান বলেন, ১৪টি গরু আনছিলাম, দুটি বিক্রি হয়ছে। কাল পরশু সব বিক্রি হয়ে যাবে আশা করছি। এইবার মানুষ অনেকে গরু কিনে নাই, যে গতবার ১০টা কিনছে, হে এইবার পাঁচটাও কিনে নাই।
১৬টি গরু নিয়ে আসা আরেক বেপারী বলেন- মানুষ এখন দেখছে বেশি। এই হাটে বেচা বিক্রি হয় শেষ দুই দিন। আইজকে অফিস ছুটি হলো। কালকে বৃহস্পতিবার ও শুক্রবার হট জমবে।
মাহমুদুল হাসান বাসাবো থেকে দুই ছেলেকে নিয়ে হাটে এসে একটি গরু ও একটি ছাগল কিনেছেন। মাহমুদুল বলেন, কমলাপুর হাট বাড়ির কাছে। পরিবেশ ভালো, ভালো গরু ওঠে। এখন পর্যন্ত বাজার ভালোই আছে। দাম খুব বেশি মনে হচ্ছে না।
কমলাপুর হাটের হাসিলঘরে কর্মরত একজন বলেন, বৃষ্টির কারণে গত দুদিন হাটে গরু এসেছে কম। তবে আজ থেকে আসা শুরু হয়েছে। এ হাটে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর এলাকার গরু নদীপথেও আসছে। আজও বেপারীরা গরু নিয়ে আসছেন। টুকটাক বেচাবিক্রি হচ্ছে। কাল সকাল থেকেই বেচাকেনা জমে উঠবে।
এ বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় কোরবানির হাট চূড়ান্ত হয়েছে মোট ২১টি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসছে ১৩টি পশুর হাট। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসছে আটটি পশুর হাট।
টিএই/জেবি