বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

গুলিস্তান থেকে ৫ ছিনতাইকারী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

arrest
গ্রেফতার পাঁচজন। ছবি: সংগৃহীত

রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রানা (২৮), হৃদয় (২৫), বাদশা (৪২), রিফাত (২৪) ও খান জাহান (২৬)।

মঙ্গলবার রাতে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি লালবাগ সূত্র জানায়, রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদের আগে মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং শহরকে নিরাপদ করতে ডিবি প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে। অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর