শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

রাজধানীতে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেফতার ৪

রাজধানীতে অভিযান চালিয়ে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন— গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৩০), বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর ‍থানার সহ-সভাপতি হায়দার আলী খান, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান।


বিজ্ঞাপন


ডিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে লাভলু মিয়া ও সন্ধ্যায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলী খানকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, ধানমন্ডি এলাকা থেকে আকবর হোসেন হাওলাদারকে ও একেএম সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর