জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী এবং ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মনিরুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে ঢাকার দক্ষিণখানের হলান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুল কুমিল্লার মৃত মোক্তার হোসেনের ছেলে। তিনি উত্তরায় থাকতেন।
জানা গেছে, গ্রেফতারকৃত মনিরুল উত্তরার কাওলার কাউন্সিলর নাঈমের ম্যানেজার। তিনি ওই এলাকার একজন সন্ত্রাসী। মঙ্গলবার রাতে ছাত্র আন্দোলনের নেতারা ও এনএসআই সদস্যরা মিলে তাকে আটক করে৷ পরে পুলিশে সোপর্দ করে তারা।
বিজ্ঞাপন
মনিরুল বিমানবন্দর থানায় ছাত্র হত্যা মানলার অন্যতম আসামি।
উত্তরা পশ্চিম থানার একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত মনিরুল বিমানবন্দরের বাবুস সালাম ওয়াকফ্ এস্টেট মাদ্রাসার দখলবাজ আওয়ামী মাওলানা আনিসুর রহমান ও শ্রমিক লীগ নেতা নুরুল ইসলামের এর আরেক ঘনিষ্ঠ সহযোগী ও তাদের ডান হাত হিসেবেও কাজ করতেন। তারা ছাত্র হত্যা মামলায় বর্তমানে কারাগারে।
অন্যদিকে কাওলার স্বেচ্ছাসেবক নেতা ও কাউন্সিলর নাঈম এখনো পলাতক। এই নাঈমের ম্যানেজার হিসেবে কাজ করতেন মনিরুল।
এমআইকে/এএইচ