সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রাণনাশের হুমকি: বিআইডব্লিউটিএ’র কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের জিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

B

সিমুলেটর ক্রয় ও স্থাপন সংক্রান্ত টেন্ডারে অনিয়ম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এর প্রতিকার চেয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার কারণে ঠিকাদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রাকিবুল ইসলাম তালুকদারসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। 

এই ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার প্রতিষ্ঠান ‘ইরেকটর্স’-এর খন্দকার হেদায়েত ইসলাম রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।টেন্ডারে নানা ধরণের অভিযোগ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বরাবরও অভিযোগ দেয়া হয়েছে।


বিজ্ঞাপন


অবশ্য এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রাকিবুল ইসলাম তালুকদার।ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আসলে বিষয়টা একটা ভুল বোঝাবুঝি। আমাদের অফিসে একটা টেন্ডার হয়েছে। যেই টেন্ডার কমিটির আহ্বায়ক হলেন চিফ ইঞ্জিনিয়ার (ডিজাইন) রবিউল। আর যে ঠিকাদার অভিযোগ করেছেন সে কখনো আমাদের এখানে আসেননি। আমাদের কোনো কাজও করেননি। তখন আমি ফোনে বলেছি আপনি আমাদের অফিসারের বিরুদ্ধে যে কথা বলছেন, অভিযোগ দিয়েছেন আসলে বিষয়টা কী? আপনি আমার রুমে আসেন। আপনার সঙ্গে কথা বলি। যেহেতু আমি অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি সে কারণে অন্য অফিসার সম্পর্কে কথা বলছেন, তাই ওনার সঙ্গে কথা বলা। এখানে হুমকি দেয়ার তো কিছু নেই। গালি দেয়ার তো প্রশ্নই ওঠে না। উনি হয়তো ভুল বুঝেছেন। ‘

এদিকে এই টেন্ডার সংক্রান্ত অনিয়মের অভিযোগের বাইরে নৌ পরিবহন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার দফতরে আরও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যেখানে বিআইডব্লিউটিএ’র একাধিক কর্মকর্তা টেন্ডার সংক্রান্ত বিষয়ে সিন্ডিকেট করে বিপুল সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে রাকিবুল ইসলাম তালুকদার বলেন, ‘মন্ত্রণালয়ে বা অন্য কোথাও কী অভিযোগ দেওয়া হয়েছে সেটা আসলে জানি না। তবে এসব অভিযোগ আমার বিরুদ্ধে নয়, তারা হয়তো টেন্ডার নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ করেছেন।’

অভিযোগ করার বিষয় নিয়ে ‘ইরেকটর্স-এর খন্দকার হেদায়েত ইসলাম ঢাকা মেইলকে বলেন, আজকেও গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা পরিচয়ে ফরহাদ নামে এক ব্যক্তি বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়েছে আমাকে। একপর্যায়ে সে আমাকে মধ্যস্থতা করার অফার দিয়েছে। আমি শর্ত দিয়েছি মধ্যস্ততা হতে পারে যদি পিপিআর ২০০৮ অনুযায়ী এবং সঠিক অভিজ্ঞতা চেয়ে রিটেন্ডার করা হয়, তাহলে আমি অবশ্যই নেগোশিয়েট করতে রাজি আছি। কিন্তু উনি তাতে রাজি হননি। 


বিজ্ঞাপন


তিনি বলেন, এর আগে নৌপরিবহণ মন্ত্রণালয়ে আমি যে অভিযোগ করেছিলাম করেছিলাম সেই অভিযোগ তুলে তুলে নিতে ড্রেজিং এর প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন৷ সরকারি একজন কর্মচারী হয়ে তিনি এটা কিভাবে করেন আমি জানতে চাই৷ এরপর আমাকে আরেকটি নম্বর দিয়ে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়৷ আমার বাড়িতে লোক পাঠিয়ে মব সৃষ্টির হুমকিও দেওয়া হয়৷

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর