সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

ফরিদ বেপারী সাদা-কালো পাহাড়ের দাম হাঁকাচ্ছেন ৪০ লাখ 

মো. আব্দুস সবুর (লোটাস)
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

ফরিদ বেপারী সাদা-কালো পাহাড়ের দাম হাঁকাচ্ছেন ৪০ লাখ 

সাদা পাহাড় আর কালো পাহাড়। নাম যেমন পাহাড়, দেখতেও তেমন। আসলে পাহাড় নয়, এ দুটি গরুর নাম। দুটির ওজন প্রায় ৬০ মণ। এই জোড়া গরুর দাম ৪০ লাখ টাকা হাঁকাচ্ছেন বেপারী মো. ফরিদ। 

এমন আরও কিছু বড় সাইজের গরু রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলীর হাটে দেখা গেছে। তবে এত বড় গরুর ক্রেতা নেই বললেই চলে। 


বিজ্ঞাপন


গত সোমবার (২ জুন) রাতে সাদা পাহাড় ও কালা পাহাড়সহ ছয়টি বড় সাইজের গরু নিয়ে এসেছেন তিনি। সবগুলো গরু রাজবাড়ীর আমজাদ ডেইরি ফার্মে লালনপালন করা হয়েছে। 

গরুর বেপারী মো. ফরিদ বলেন, গত তিন বছরের বেশি সময় ধরে এই জোড়া গরু লালনপালন করেছি। এই জোড়া গরু হলো ক্রস জাতের। নিয়মিত খাওয়ানো, গোসলসহ বিশেষ যতœ করে এই জোড়া গরু বড় করেছি। 

তিনি আরও বলেন, গত বছরের চেয়ে এবার কিছুটা বেশি দাম আশা করছি। কারণ গরুর খাদ্যের দাম কিছুটা বাড়তি ছিল। এছাড়া গরু যত বড় হয়, যতœও তত বেশি করতে হয়। এক জোড়া গরু লালনপালন করতে প্রায় সারাদিনের একটা বড় অংশ তাদের পেছনে ব্যয় করতে হয়েছে। তাই  গরু দুটির ওজনও ভালোই হয়েছে। ফলে ৪০ লাখ টাকা দামের আশা করছি। 

ফরিদ বলেন, হাটে এখনো সেভাবে ক্রেতারা আসেনি। যারা আসছেন তারা শুধু দেখছেন, কিন্তু দাম বলছেন না। আমার সবগুলো গরু বড় তাই হয়তো ঈদের শেষ সময়ে বিক্রি হবে। তবে আশানুরূপ দাম না পেলে বিক্রি করব না। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আরও যে কয়টা গরু রয়েছে, সবগুলোর ওজনই প্রায় ১৫ মণের একটু কম বা বেশি হবে। তাই সবগুলোর দামই ভালো আশা করছি।’

মঙ্গলবার সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে এখনো প্রচুর গরু আসছে। কিন্তু হাটে সেভাবে ক্রেতা নেই। বেশির ভাগ যারা এসেছেন, গরু দেখাই তাদের মূল উদ্দেশ্য। হাসিলঘরেও সেভাবে ভিড় দেখা যায়নি। 

হাট ইজারাদার পক্ষের মিডিয়া প্রতিনিধি ইয়াহিয়া সামি বলেন, আমরা গরুর বেপারীদের সর্বোচ্চ সুবিধা দিতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে। তবে বৃষ্টির কারণে সেভাবে ক্রেতারা আসতে পারছে না। 

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর