বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

অপচয় ও অসঙ্গতি দূর করবে প্রস্তাবিত বাজেট: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

F
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।  ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট অপচয় ও অসঙ্গতি দূর করবে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। 

তিনি বলেন, ‘আমরা যে দামে গ্যাস আমদানি করি, তার থেকে কম দামে বিক্রি করি। চাঁদাবাজি কমানোর জন্য সবসময় কাজ করছি। কোনো অভিযোগ পেলেই আমরা জরিমানা করছি। জ্বালানির মূল্য কীভাবে কমানো যায়, সেটাও দেখছি। জ্বালানি নিয়ে যে হতাশা, তা আমরা সাপোর্ট দিয়েছি। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। দেশে চারটি অতিরিক্ত এলএনজি আমদানি করা হয়েছে বলে এসময় জানান তিনি।
 
বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটকে ব্যতিক্রমী দাবি করে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এটা অসঙ্গতি কমানোর বাজেট, অপচয় কমানোর বাজেট। আমরা জ্বালানি বিভাগ থেকে এলপিজি গ্যাসের দাম কমানোকে সমর্থন করছি।’

_n

তিনি বলেন, ‘আমরা সড়ক বিভাগ থেকে চাঁদাবাজিকে সীমিত করার চেষ্টা করছি। আজকেই খবর পেয়েছি যারা গ্রামে বাড়ি যাচ্ছেন, তাদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

উপদেষ্টা আরও বলেন, ‘আগের থেকে এখন মৌলিক পার্থক্য হচ্ছে, আমরা এখন সরকার হিসেবে কাজ করছি, একসঙ্গে কাজ করছি। অনেকগুলো টেমপ্লেট হয়েছে। সবাই মিলে চেষ্টা করছি এসব টেমপ্লেটগুলো প্রতিষ্ঠিত করতে।’


বিজ্ঞাপন


বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন আর্থিক খাতের প্রধানরা।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর