বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

ফিটনেসবিহীন গাড়ি ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

J
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রংচং লাগিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি ঈদযাত্রায় চালানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করার ব্যাপারেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (৩ জুন) পরিবহন মালিক, শ্রমিক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এই হুঁশিয়ারি দেন।


বিজ্ঞাপন


উপদেষ্টা বলেন, ‘সরকার নির্ধারিত অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এছাড়া অনেক সময় ঈদ মৌসুম এলে স্বল্পশিক্ষিত চালকদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়। সেটি যেন করা না হয় সে ব্যাপারেও নজরদারি করা হবে। ফিটনেসবিহীন গাড়ি পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় সড়ক-মহাসড়কে ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধে সর্বশেষ স্টপেজে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা দেন উপদেষ্টা। এই ছবি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়ার নির্দেশনা দেন তিনি। 

জাহাঙ্গীর আলম বলেন, ‘অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি নেওয়া তুলে নিতে হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যারা উঠবে, সবার ছবি নিতে হবে।’

তিনি বলেন, ‘সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করে দিতে হবে। কিছু বাস আছে সাভারেও যাত্রী ওঠায়। তাদেরকে সাভার থেকেও ছবি তুলতে হবে। প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকে, তাহলে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে।’


বিজ্ঞাপন


ভাড়ার বিষয়ে উপদেষ্টা আরও বলেন, ‘গতবার যাওয়ার সময় বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়াই নিয়েছিল। কিন্তু ফেরার পথে কিছু জায়গায় বেশি ভাড়া নিয়েছে। এবার যেন আসা-যাওয়ায় সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়, সেজন্য আমরা বসেছিলাম। মালিকপক্ষ সম্মত হয়েছে।’

এছাড়া গাড়ি চালকদের একটি নির্ধারিত গন্তব্যে যাওয়ার পর বিশ্রাম দেওয়া উচিত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর