রোববার, ১৫ জুন, ২০২৫, ঢাকা

সচিবালয়ে প্রবেশ করেছে জুলাই ঐক্যের নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

সচিবালয়ে প্রবেশ করেছে জুলাই ঐক্যের নেতারা

সরকারঘনিষ্ঠ আমলাদের অপসারণ এবং কথিত বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য নামের একটি সংগঠন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ জুন) দুপুরে সংগঠনের শীর্ষ নেতারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।

জানা গেছে, দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেয় জুলাই ঐক্যের নেতাকর্মীরা। কিন্তু সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশের অনুমতি পায়। তবে শেষ পর্যন্ত চারজন প্রতিনিধি ভেতরে ঢোকেন।


বিজ্ঞাপন


সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ৪৪ জন আমলা এখনও দায়িত্বে বহাল আছেন। তাদের অভিযোগ, এই আমলারা সরকারের স্বার্থে নয়, বরং বিশেষ গোষ্ঠী ও বিদেশি শক্তির ইঙ্গিতে কাজ করছেন। তাদের দ্রুত অপসারণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।

সচিবালয়ে প্রবেশের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা জানান, সরকার যদি দ্রুত তাদের দাবি না মানে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা বলেন, আমরা বারবার বলে আসছি—এই ৪৪ আমলা প্রশাসনের ভেতরে থেকে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সচিবালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল বাড়তি সতর্কতায়। সংগঠনটির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও পুরো সময়জুড়ে এলাকায় ছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আগামীতে দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিরও ডাক দেওয়া হতে পারে।


বিজ্ঞাপন


এএসএল/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর