শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

গণপরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য ডিএমপির নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ লক্ষে গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রী সাধারণকে কিছু বিষয় মেনে চলার অনুরোধ করা হয়েছে। 

ডিএমপি কশিনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


সোমবার (০২ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

গণপরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে ডিএমপির নির্দেশনাগুলো হলো- 

  • বাস যাত্রার সিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে।
  • যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
  • যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করা যাবে না। একই সিট একাধিক যাত্রীর নিকট বিক্রয় করা যাবে না।
  • সিট ব্যতীত বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।
  • পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা যাবে না।
  • গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না।
  • ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।
  • নেশা জাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব হলে ও শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না।
  • গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার করা যাবে না এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজানো যাবে না।
  • উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না। ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে গাড়িচালক নিয়োগ করতে হবে।
  • মালিক কর্তৃক চালককে একটানা ৫ ঘণ্টা ও দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

যাত্রীদের উদ্দেশে ডিএমপির নির্দেশনাগুলো-


বিজ্ঞাপন


  • সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না ওঠে নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে।*অপরিচিত কারো দেওয়া কোন খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না। মালামাল নিজ হেফাজতে/দায়িত্বে রাখতে হবে।
  • বাস যাত্রার নির্ধারিত সময়ের পূর্বেই কাউন্টার/টার্মিনালে হাজির হতে হবে।
  • রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ/ আন্ডারপাস/জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে।
  • চলন্ত গাড়িতে উঠানামা করা এবং পণ্যবাহী/পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।

পাশাপাশি পথচারীদের উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দিয়ে সেগুলো মেনে চলার অনুরোধ করেছে ডিএমপি।

এর মধ্যে রয়েছে- জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হতে হবে। দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া যাবে না। ফুটপাত দিয়ে চলাচল করতে হবে।

তবে জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমআইকে/ইএ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর