জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধকে হত্যার মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং পলাতক আওয়ামী লীগ নেতা খসরু চৌধুরীর ভাই রফিকুল ইসলাম খসরু (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০১ জুন) রাতে বিমানবন্দর এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে তাকে পৌনে একটার দিকে থানায় নেওয়া হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, তাকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে ধরা হয়েছে, তা পরে জানানো হবে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি মীর মুগ্ধ হত্যা মামলাসহ উত্তরা পূব, উত্তরা পশ্চিম, দক্ষিণখান একাধিক হত্যা মামলার আসামি।
স্থানীয়রা জানায় জুলাই আন্দোলনে রফিকুল ইসলাম খসরু উত্তরায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সরাসরি তিনি ছাত্র জনতাকে গুলি করেছেন। অনেকের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এর আগেও উত্তরা পশ্চিম থানা পুলিশ ঢাকা-১৮ আসনের আরেক সাবেক এমপি ও পলাতক আওয়ামী লীগ নেতা হাবিব হাসানের বড় ভাই নাদিম মাহমুদকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে।
এমআইকে/এএস